নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ৪০ লিটার চোলাই মদসহ আলেয়া বেগম (৪৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আলেয়া বেগম জেলার সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের মনির আহমদের স্ত্রী।
সোমবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রোববার দিবাগত রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকাপাটোয়ারী মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ওই নারী একজন পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
রোববার রাতে জেলা গোয়েন্দা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চৌমুহনী বাজারে অভিযান চালানো হয়। এ সময় ওই বাজারের পাটোয়ারী মার্কেটের সামনে থেকে আলেয়া বেগমকে আটক করা হয়। তার সাথে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৪০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
+ There are no comments
Add yours