ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ২ শিক্ষার্থী আটক

Estimated read time 1 min read
Ad1

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ‘এ’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদ) পরীক্ষা চলাকালে কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। বর্তমানে তাদেরকে প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটককৃতরা হলেন- এখলাছুর রহমান ও মো. সজিব।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন থেকে এবং দ্বিতীয় শিফটে সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন থেকে মূল পরীক্ষার্থী তানভীর আহম্মেদের (রোল নম্বর-৩৯৫৩৪) পরিবর্তে পরীক্ষা দিতে আসেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মো. সজিব। পরীক্ষা চলাকালে র‌্যাব তাকে আটক করে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ভর্তি পরীক্ষা চলাকালে নিয়ম বহির্ভূতভাবে বদলি পরীক্ষা দেওয়ার সময় দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।ru

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours