কথা রাখলেন কুড়িগ্রামের পুলিশ সুপার

Ad1

ইউনুস আলী,জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম: কথা রাখলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।নাগেশ্বরীর আবদুর রশিদকে একটি হুইল চেয়ার প্রদান করেছেন পুলিশের এই মানবিক কর্মকর্তা।জেলাজুড়ে তার এমন মানবিক কর্মকান্ডে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি।

জানা গেছে, গত দুই মাস আগে পুলিশের আইজিপি এর উপহার হিসেবে নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে প্রতিবন্ধী শিশু উৎস কে হুইল চেয়ার প্রদান করা হয়।এসময় গত ৩০ বছর ধরে আবদুর রশিদ তার অসহায় জীবনের কথা জানায় পুলিশ সুপার কে। তার এমন অসহায়ত্বের কথা শুনে তাকে হুইল চেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন পুলিশ সুপার। মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) দুপুরে পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী রায়গঞ্জ ইউনিয়নেয় সাপখাওয়া ৮নং ওয়ার্ডের আবদুর রশিদকে হুইল চেয়ার প্রদান করেন পুলিশ সুপার।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, আবদুর রশিদকে হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে। জেলা পুলিশের মানবিক সহায়তার আওতায় এই হুইল চেয়ার দেয়া হয়েছে। জেলা পুলিশের প্রতিটি সদস্য পেশা দারিত্বের পাশাপাশি মানবিকতার ডাকে সাড়া দিবেন এই প্রত্যয় নিয়ে কাজ করছি আমরা।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours