বিদেশি মুদ্রার তীব্র সংকট চলায় আগামী এক বছর পর্যন্ত জ্বালানি আমদানি সীমিত রাখার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা সরকার।
মঙ্গলবার এক টুইটবার্তায় এই তথ্য জানান জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা। টুইটবার্তায় তিনি বলেন, ‘বিদেশি মুদ্রার মজুত সংকটের কারণে আগামী ১২ মাস জ্বালানি আমদানি সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’
উইজেসেকেরা আরও জানান, চলতি সপ্তাহ থেকেই সরকারের পক্ষ থেকে রেশন ভিত্তিতে জ্বালানি সরবরাহ করা হবে দেশবাসীকে।
তীব্র জ্বালানি সংকট ও ব্যাপক আন্দোলন চলার কারণে গত প্রায় ১ মাস বন্ধ ছিল শ্রীলঙ্কার স্কুলগুলো। সোমবার দেশের সব স্কুল খুলে দেওয়া হয়েছে। তাছাড়া জ্বালানি সংকটের কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হোম অফিসের যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তাতেও আনা হয়েছে পরিবর্তন।
এদিকে, শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহৎ জ্বালানি তেল বিক্রেতা কোম্পানি লঙ্কা আইওসির পরিচালক মনোজ গুপ্ত রয়টার্সকে জানিয়েছেন, আগামী আগস্টে বিদেশ থেকে দুটি জ্বালানি তেলের চালান আনছে লঙ্কা আইওসি। দুই চালানে মোট ৩০ হাজার টন পরিমাণ জ্বালানি তেল থাকবে।
+ There are no comments
Add yours