নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের ধারাবাহিকতায় বুধবার (২৭ জুলাই) চারটি দলের সঙ্গে ইসির সংলাপ হওয়ার কথা রয়েছে।
কিন্তু আজ বিজেপি আসবে না বলে জানিয়েছে। ইসির সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসির আজকের সংলাপের তালিকায় দেখা গেছে, বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জাকের পার্টি, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কৃষক শ্রমিক জনতা লীগ এবং ৪টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সঙ্গে সংলাপ হওয়ার কথা থাকলেও গরুর গাড়ি প্রতীকের বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ইসির সংলাপে অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে।
সংলাপের মতামত পর্যালোচনা করে দুটি অংশে ভাগ করে একটি অংশকে নিজেদের বাস্তবায়ন যোগ্য মনে করে ইসি তাদের কাছেই রাখে। অন্য অংশটি সরকারের এখতিয়ারভুক্ত হওয়ায় ২০১৮ সালের ১৬ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রীপরিষদ সচিবের দপ্তরসহ সংশ্লিষ্টদের কাছে পাঠায়।
+ There are no comments
Add yours