বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও, বাচোর ও নন্দুয়া ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
সকালে নন্দুয়া ইউনিয়নের মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন ভোটাররা। কিন্তু ভোট দিতে এসে দেখেন তাদের আঙুলের ছাপ নিচ্ছে না ইভিএম মেশিন। পরে টিউবওয়েলের পাশে ঘষে ঘষে আঙুল পরিষ্কার করতে দেখা যায় অনেক ভোটারকে।
সেখানে আঙুল পরিষ্কার করছিলেন সায়মা আক্তার (৩৫) নামে এক ভোটার। তিনি বলেন, এইবার প্রথম ইভিএম মেশিনে ভোট দিচ্ছি। কিন্তু মেশিন আমার আঙুলের ছাপ নিচ্ছে না। সে জন্য আঙুল ঘষে পরিষ্কার করছি। কীভাবে ছাপ নেয় না এবার দেখবো।
উপজেলার হোসেনগাঁও, বাচোর ও নন্দুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ১২৭ জন, আর সংরক্ষিত নারী সদস্য পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিন ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬১ হাজার ১৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩১ হাজার ৫৩৮ জন ও নারী ভোটার ২৯ হাজার ৬১০ জন।
+ There are no comments
Add yours