এম হেলাল উদ্দিন নিরব, চন্দনাইশ চট্টগ্রাম
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসন,শিক্ষা প্রশাসন,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে উপজেলা মিলনায়তনে এক মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ (২৭ জুলাই) রোজ বুধবার সকাল ১০ টায় উপজেলা ভিডিও কনফারেন্স রুমে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তারের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা।
এসময় চন্দনাইশ উপজেলা ইনস্ট্রাক্টর সানজিদা জাফর পপি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন,সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরী,যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালাউদ্দিন, মৎস্য কর্মকর্তা হাসান আহসানুল কবির,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহাসহ আরো অনেকে।
এদিকে এই কর্মশালায় অংশগ্রহণ করেন, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, মসজিদের ইমাম,সুশীল সমাজ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। কর্মশালায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে বিভিন্ন সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
+ There are no comments
Add yours