আগ্নেয়াস্ত্রসহ সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্য গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৬ জুলাই) দিবাগত রাতে রাজধানীর কোতয়ালী থানাধীন মিটফোর্ড হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম।
ডিবি পুলিশ বলছে, ডিবি পুলিশ ও পুলিশের টহল টিমের তৎপরতা আছে বলেই কমেছে ডাকাতি। উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র।
গ্রেপ্তাররা হলেন- ডাকাত দলের নেতা মো. সুমন চৌকিদার ওরফে সুমন মিয়া (৩৪), মো. মোস্তফা (৩২), আরিফ হোসেন (৩৪), জয়নাল আবেদিন (৩১), ওমর ফারুক ফয়সাল (২০), মো. পলাশ (৩২), মো. করিম (২৫), মো. হাসান (১৮), রিপন ওরফে আকাশ (২৪), রাসেল (২৪) ও হাফিজুল ইসলাম (৩৩)।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১টি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড ৭.৬৫ বোরের গুলি, ১টি বড় ছোরা, ১টি রামদা, ২টি লোহার তৈরি চাপাতি, পুরোনো পাটের রশি, ১টি পুরোনো গামছা, ৫টি সিএনজিচালিত অটোরিকশা ও ১টি পিকআপ উদ্ধার করা হয়।
বুধবার (২৭ জুলাই) দুপুরে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন-অর-রশিদ।
+ There are no comments
Add yours