কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচটি ক্যাটাগরিতে ১৩ জনকে ‘কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) সম্মাননা ২০২০’ দেওয়া হয়েছে।
বুধবার (২৭ জুলাই) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তাদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
স্বাগত বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।
বাউধান ও বাউ সরিষা উদ্ভাবনের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লুৎফর রহমান, আধুনিক প্রযুক্তির রেণু উৎপাদনের জন্য শামসুদ্দিন কালু, কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘর স্থাপনের জন্য জাহাঙ্গীর আলম শাহ, দুটি আলুবীজ ও ১০টি সবজি উদ্ভাবনের জন্য এ আর মালিক সিডসের ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোপান মালিক, কেঁচো সার উৎপাদন ও সম্প্রসারণের জন্য বদরুল হায়দার বেপারী, ফল সবজি ও মৎস্য উৎপাদনে সাফল্যের জন্য শাহবাজ হোসেন খান, মেহগনি ফলের বীজ থেকে তেল উদ্ভাবনের জন্য ফিউচার অরগানিক ফার্মের সৈয়দ আবদুল মতিন, আলীম পাওয়ার টিলার উদ্ভাবনের জন্য আলিমুছ ছাদাত চৌধুরী, কৃষি উৎপাদন ও বাণিজ্যিক খামার স্থাপনের জন্য মো. সেলিম রেজা, বাণিজ্যিক কৃষি খামার স্থাপনের জন্য মো. মেহেদী আহসান উল্লাহ চৌধুরী, বাণিজ্যিক ফল বাগান ও নার্সারি স্থাপনের জন্য মো. মাহফুজুর রহমান, কৃষি খামারের জন্য মোছা. নুরুন্নাহার বেগম ও শাহজাহান আলী বাদশাহ এআইপি সম্মাননা ২০২০ পেয়েছেন।
+ There are no comments
Add yours