ঢাক-নারায়ণগঞ্জ লিংক রোড বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন সড়কগুলোর একটি হবে। কিন্তু রাস্তার পাশে বিজিবি ক্যাম্পের সামনে ময়লা ফেলা হচ্ছে জানিয়ে নারারয়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি সবার কাছে অনুরোধ করব, তারা যেন সড়কের পাশে, বিশেষ করে যেসব জায়গায় ময়লা ফেলা হয়, সেখানে এমনভাবে বনায়ন করেন যেন কেউ সেখানে ময়লা ফেলতে না পারে।
বুধবার (২৭ জুলাই) দুপুর ১টায় নগরীর চাষাঢ়ায় শহীদ জিয়া হলে বৃক্ষমেলা-২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে এই বৃক্ষমেলার আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, আমি এই দল করি, ওই দল করি- এতে কিছুই আসে যায় না। আমাদের সক্ষমতা ও সামর্থ্য কতটুকু? সেটাকে কাজে লাগান। আমি বন বিভাগকে অনুরোধ করব, সেই জায়গাগুলোতে এমনভাবে বনায়ন করেন যেন সেখানে ময়লা ফেলা বন্ধ হয়। গাছ লাগানো হোক, পরিবেশ সুন্দর হোক, সঙ্গে সঙ্গে ময়লা ফেলা বন্ধ হোক।
বৃক্ষমেলায় সামাজিক বন বিভাগের একটি ও বিভিন্ন নার্সারি থেকে ২৯টি স্টলসহ ৩০টি স্টল অংশ নেয়। মেলায় দুই শতাধিক প্রজাতির বৃক্ষের প্রদর্শনী করা হয়েছে বলে জানান সামাজিক বনায়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মুন্না।
+ There are no comments
Add yours