ডি-৮ এর সভাপতি হিসেবে আরও এক বছরের জন্য দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। মূলত, জোট সদস্য মিশরের অনুরোধে আরও এক বছরের জন্য সভাপতি পদে থাকতে রাজি হয়েছে ঢাকা।
বুধবার (২৭ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত আটটি মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-৮ এর মন্ত্রী পর্যায়ের সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ড. মোমেন বলেন, আজ আমাদের চেয়ারম্যানশিপ চলে যাওয়ার কথা ছিল। পরে মিশরের হওয়ার কথা ছিল। কিন্তু মিশর আমাদের অনুরোধ করেছে। তাদের দেশে এ বছর জলবায়ুবিষয়ক কপ-২৭ সম্মেলন নভেম্বরে অনুষ্ঠিত হবে, এজন্য তারা অসম্ভব ব্যস্ত। সে কারণে তারা আমাদের অনুরোধ করেছে, যাতে আমরা আরেক বছর ডি-৮ এর নেতৃত্বে থাকি।
সকালে গণভবন থেকে ভার্চুয়ালি ২০তম ডি–৮ মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্ধোধন করেন সংগঠনের বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডি-৮ অর্থনৈতিক সহযোগিতার জন্য আটটি উন্নয়নশীল মুসলিম-প্রধান দেশ বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে গঠিত।
+ There are no comments
Add yours