টাস্কফোর্সের সদস্য ও শ্রমিক নেতা শাজাহান খান জানিয়েছেন, সড়ক দুর্ঘটনা কমাতে রাজধানীতে চলাচল করা বাসগুলোর মধ্যে গতি প্রতিযোগিতা বন্ধে নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়ন সংক্রান্ত কমিটির ১১১ দফা সুপারিশমালা বাস্তবায়নের জন্য গঠিত টাস্কফোর্স।
বুধবার (২৭ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টাস্কফোর্সের সভা শেষে তিনি এ কথা জানান। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, গাড়ি রেখে রাস্তা আটকে রাখা, এসব বিষয়ে আমরা একটা সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছি। আমরা কর্মরত ৬২ হাজার পরিবহন শ্রমিককে প্রশিক্ষণ দিয়েছি। আরও পরিবহন শ্রমিকদের আমরা প্রশিক্ষণ দেব টার্মিনালগুলোতে।
ড্রাইভারদের ডোপ টেস্ট করে লাইসেন্স নবায়ন করা বা নতুন লাইসেন্স দেওয়ার একটি সিদ্ধান্ত আছে উল্লেখ করে তিনি বলেন, এই ডোপ টেস্টের বিষয়ে কয়েকটি সেন্টার আছে। আমরা এর সংখ্যা বৃদ্ধি করতে বলেছি।
এই টেস্ট করতে ৯০০ টাকা প্রয়োজন হয় জানিয়ে শাজাহান খান বলেন, সেটাকে কমানোর জন্য আমরা অনুরোধ করেছি।
+ There are no comments
Add yours