ফেনীতে ১৬ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৩০০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
বুধবার (২৭ জুলাই) সকালে বিজিবির জায়লস্কর সদর দপ্তরে এসব মাদক ধ্বংস করা হয়। বিজিবি জানায়, ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত উদ্ধার করা সব মাদকদ্রব্য আজ ধ্বংস করা হয়েছে। মাদকদ্রব্যগুলোর আনুমানিক দাম ১৬ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৩০০ টাকা।
এ সময় ৯ হাজার ৩৬৪ বোতল ভারতীয় ফেনসিডিল, ১৯ বোতল ভারতীয় ইস্কপ সিরাপ, ৬৮৮ ভারতীয় বিয়ার ক্যান-বোতল, ১৩ হাজার ২১১ বোতল ভারতীয় হুইস্কি, ৫১৫.৫ কেজি ভারতীয় গাঁজা, ১৬ হাজার ৪৭৯ পিস ভারতীয় ইয়াবা বড়ি, ১৩ কোটি ৮৩ লাখ ৬৬২ পিস ভারতীয় সেনেগ্রা ও অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেট, ৩৯.৫ লিটার বাংলা মদ, ৯ বোতল রিকোডেক্স সিরাপ ধ্বংস করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার উপমহাপরিচালক কর্নেল মো. মারুফুর আবেদীন।
বিজিবির সদর সেক্টর কুমিল্লা উপপরিচালক, সেক্টর কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদীন বলেন, শুধু পরিবার নয়, পুরো দেশের জন্য হুমকি একজন মাদকসেবী। বিজিবি মাদক রোধে জিরো টলারেন্সে কাজ করে যাচ্ছে। মাদক চোরাচালান রোধ কল্পে বিজিবির প্রতিটি সদস্য হিসেবে কাজ করছেন। নিজের দেশকে মাদকমুক্ত রাখতে বিজেপি সর্বদা কাজ করবে।
+ There are no comments
Add yours