
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ।
বুধবার (২৭ জুলাই) বিকেলে জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। চট্টগ্রামস্থ বিভাগীয় অফিসে এই আলোচনা সভা আয়োজিত হয়।
সভার আগে চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কেটে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন পালন করা হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম এ জব্বার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম, সদস্য মোঃ নাজিম উদ্দিন খান, চট্টগ্রাম দক্ষিণের সভাপতি ইন্দ্র সেন বড়ুয়া, সংগঠক ইঞ্জিঃ গোলাম সরোয়ার চৌধুরী, লিটন দাশ শিবু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম বলেন, সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে ডিজিটাল করতে ও বর্তমান উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে কাজ করেছেন। সেই সজীব ওয়াজেদ জয়ের হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের হাজারো নেতৃবৃন্দ নিরন্তর কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, সজীব ওয়াজেদ জয়কে আমরা দেশের আগামী রাষ্ট্রনায়ক হিসেবে চাই। এই দেশকে আরও এগিয়ে নিতে সজীব ওয়াজেদ জয় এর কোন বিকল্প নেই।
সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন আজ (২৭ জুলাই)। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা শেখ হাসিনা এ দুইজনের স্বপ্ন বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার নেপথ্য কারিগর হিসেবে কাজ করছেন পরিশ্রমী, মেধাবী ও পরিচ্ছন্ন জীবন-জীবীকার অধিকারী সজীব ওয়াজেদ জয়।
রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য হওয়ার পর বর্তমানে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টার দায়িত্বে রয়েছেন তিনি। ২০০৭ সালে জয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক গ্লোবাল লিডার অব দ্য ওয়ার্ল্ড হিসেবে নির্বাচিত হন।
ইতোমধ্যেই ‘ডিজিটাল বাংলাদেশের স্থপতি’ হিসেবে তার নাম-ডাক ছড়িয়ে পড়েছে।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours