টাঙ্গাইল সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চার ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিল ৭৬ হাজার ৪৪৫ জন।
নির্বাচনের দুটিতে আওয়ামী লীগের প্রার্থী এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বুধবার (২৭ জুলাই) বেসরকারি ফলাফলে এমন তথ্য জানা যায়।
বেসরকারিভাবে ছিলিমপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সুজায়েত হোসেন (চশমা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ৫ হাজার ৩৬৩ ভোট পেয়েছেন।
এছাড়াও কাকুয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বদিউজ্জামান ফারুক, কাকুলী ইউনিয়নে আওয়ামী লীগর প্রার্থী ইকবাল হোসেন ও মাহমুদনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আসলাম হোসেন (চশমা) বিজয়ী হয়েছেন।
টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটারদের কারণে কিছু কিছু কেন্দ্রে নির্দিষ্ট সময়ের পরও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
+ There are no comments
Add yours