হাটহাজারী প্রতিনিধি
অবশেষে ছাত্রদের দাবীর মুখে হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা থেকে (হাটহাজারী মাদ্রাসা)মাওলানা আনাস মাদানীকে বহিস্কার করা হয়েছে।
মাওলানা আনাস মাদানী হেফাজতে ইসলামের আমীর আহমদ শফীপুত্র আজ বুধবার রাত সাড়ে ১০টায় বিক্ষুব্ধ ছাত্রদের প্রতিবাদের মুখে মাদ্রাসা কর্তৃপক্ষ আনাস মাদানীকে মাদ্রাসা থেকে প্রত্যাহার এবং বহিস্কারের কথা মাইকে ঘোষনা দেন এবং ছাত্রদের সকল দাবী মেনে নেয়ার কথা বলেন।
মাদ্রাসা বিভিন্ন সুত্রে জানা যায়, মাওলানা আনাস মাদানীকে অব্যাহতি সহ মোট তিনটি সিদ্ধান্ত নিয়েছে শুরা কমিটি। সেগুলো হলো- এখন থেকে মাদ্রাসার ছাত্রদের কোনো রকমের হয়রানি করা হবে না।
আগামী শনিবার মজলিসে শুরার সব সদস্য মিলে বাকী সমস্যাগুলো সমাধান করবেন।
এর আগে দুপুর থেকে এ দাবীতে আজ হাজার হাজার ছাত্র ক্লাশ বর্জন করে মাদ্রাসা ঘেরাও করে ছাত্ররা বিক্ষোভ করে আসছিল।
+ There are no comments
Add yours