কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দাদের চিকিৎসা সেবা দিতে ‘উখিয়া স্পেশালাইজড হাসপাতাল’ এর স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) যৌথ উদ্যোগে হাসপাতালটিতে স্বাস্থ্য সেবা চালু হয়েছে।
উখিয়া স্পেশালাইজড হাসপাতালে সেবা সূচনার প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক ও অন্যান্য বিশেষজ্ঞরা হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেন। এরপর স্বাস্থ্য মহাপরিচালক নিজেই ৫ জন রোগীর মধ্যে ৪ জনের অস্ত্রোপচারে অংশগ্রহণ করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, মাইকোব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোল পরিচালক অধ্যাপক ডা. শাকিল আহমেদ, টিকা কর্মসূচির স্বাস্থ্য পরিচালক ডা. শামসুল হক, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, কক্সবাজার সদর হাসপাতালের সুপারিনটেনডেন্ট, কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ খালিদ হোসেন, এবং স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
+ There are no comments
Add yours