মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান জন্ম: চা বিক্রেতা দম্পতির মানবিকতার পরিচয়

Estimated read time 0 min read
Ad1

সাবরীন জেরীন,মাদারীপুর:

মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের কাওড়াকান্দি ঘাট এলাকায় এক চা বিক্রেতা দম্পতির মানবিকতায় মানসিক ভারসাম্যহীন এক নারী সন্তান জন্ম দিয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটিকে দেখতে উৎসুক মানুষ ভিড় করছেন ওই বাড়িতে। গত বুধবার (৮ জুলাই) এ ঘটনা ঘটে। এদিকে বৃহস্পতিবার ও শুক্রবার কয়েক দফা খোঁজ খবর নিয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় বাসিন্দারা জানায়, গর্ভবতী অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরতে দেখে একমাস আগে নিজ বাড়িতে নিয়ে যায় শিবচরের কাওড়াকান্দি ঘাট এলাকার চা দোকানদার আবুল খালেক বেপারী। পরে চা বিক্রেতা ও তার স্ত্রী দু’জনে মিলে মানসিক ভারসাম্যহীন ওই নারীর যত্ন নিতে শুরু করেন। গত বুধবার প্রসব বেদনায় ছটফট করলে স্থানীয় গাইনি চিকিৎসককে ডেকে আনেন ওই চা বিক্রেতা। চিকিৎসকের সহযোগিতায় সে এক পুত্র সন্তানের জন্ম দেয়।

করোনার দুর্দিনে মানসিক ভারসাম্যহীনের পাশে দাঁড়ানোকে মানবিকতার অনন্য দৃষ্টান্ত উদাহরণ হিসেবে দেখছেন স্থানীয়রা। সন্তান ও তার মায়ের দায়দায়িত্ব নিতে চান ওই চা বিক্রেতা দম্পতি।

এদিকে, খবর পেয়ে আবুল খালেক বেপারীর বাড়িতে ছুটে যায় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ আলম। পরিবারটির পাশে থাকার সব ধরনের আশ্বাস দেন স্থানীয় প্রশাসন। তবে, মানসিক ভারসাম্যহীন ওই নারীর সন্তানের বাবা কে তা জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours