পটুয়াখালীতে অবৈধ ক্লিনিকের অনুমতি দেওয়াকে কেন্দ্র করে সিভিল সার্জন কার্যালয়ের স্টোনো টাইপিস্ট ও স্যানিট্যারি ইন্সপেক্টরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. এস এম কবির হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিউদ্দিন আল মাসুদকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্টোনো টাইপিস্ট খলিলুর রহমানের নিজ কক্ষে এ ঘটনা ঘটে
জানা গেছে, সিভিল সার্জন কার্যালয়ের স্টোনো টাইপিস্ট মো. খলিলুর রহমান অবৈধ ডায়াগনোস্টিক সেন্টারের তালিকা করে অনুমতি দেওয়ার জন্য সুপারিশ করেন। এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে স্টোনো টাইপিস্টের নিজ কক্ষে কথা কাটাকাটি হলে একপর্যায়ে খলিলুর রহমান জেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিউদ্দিন আল মাসুদকে স্টিলের স্কেল দিয়ে আঘাত করেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ভিকটিমের সঙ্গে কথাও বলেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
+ There are no comments
Add yours