হজযাত্রায় মোট ২৪ বাংলাদেশির মৃত্যু

Estimated read time 1 min read
Ad1

সৌদি আরবে হজ শেষে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ জুলাই) মো. নাজিম উদ্দীন (৬২) নামের ওই হজযাত্রী জেদ্দায় মৃত্যুবরণ করেন।

নিহতের বাড়ি নওগাঁয়। তার পাসপোর্ট নম্বর- EE0749538।

আজ শুক্রবার (২৯ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এখন পর্যন্ত সৌদি আরবে মোট মারা গেছেন ২৪ জন বাংলাদেশি হজযাত্রী। এরমধ্যে পুরুষ ১৭ ও মহিলা ৭ জন। তাদের মধ্যে মক্কায় ১৯, মদিনায় ৩ ও জেদ্দায় ২ জন মারা যান।

তারা হলেন- ঢাকার বিউটি বেগম, মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার, রংপুরের পীরগাছার আবদুল জলিল খান, ঢাকা জেলার ফারজিন সুলতানা, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, রাজধানীর বাড্ডা সাঁতারকুল এলাকার মোছা. ফাতেমা বেগম,  ব্রাহ্মণবাড়িয়ার শিরিনা আক্তার, সিলেটের মো. ফয়জুর রহমান, টাঙ্গাইল জেলার মো. মোস্তাফিজুর রহমান, নোয়াখালী জেলার নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির, টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলার তপন খন্দকার, সিরাজগঞ্জের কামারখন্দের মো. রফিকুল ইসলাম, রংপুরের মো. খয়বর হোসেন, নওগাঁর মো. আব্দুল মোত্তালিব, ঢাকা জেলার মোরশেদ হাসান সিদ্দিকী, ময়মনসিংহ জেলার মোছা. মমতাজ বেগম এবং সর্বশেষ নওগাঁর মো. নাজিম উদ্দীন।

জানা যায়, বৃহস্পতিবার (২৮ জুলাই) পর্যন্ত হজ পালনের পর দেশে ফিরেছেন ৩৫ হাজার ৩৮৯ হজযাত্রী। গত ১৫ দিনে ৯৭টি ফ্লাইটে তারা দেশে ফিরেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours