বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রণয় কুমার ভার্মা। প্রণয় কুমার ভার্মা বর্তমানে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
শুক্রবার (২৯ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্ট পোস্টের খবরে বলা হয়, ১৯৯৪ ব্যাচের আইএফএস অফিসার প্রণয় কুমার ভার্মা। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক হিসাবে কাজ করেছেন। তিনি ভারতের পারমাণবিক কূটনীতির দেখভালকারী পরমাণু শক্তি বিভাগে এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের মহাপরিচালকও ছিলেন।
কবে নাগাদ তিনি ঢাকায় দায়িত্বগ্রহণ করবেন তা জানানো হয়নি। ওই প্রেস রিলিজে বলা হয়, তিনি শিগগিরই রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করবেন।
এর আগে, ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, বিক্রম দোরাইস্বামীর নতুন কর্মস্থল হবে যুক্তরাজ্য। তার জায়গায় ভিয়েতনাম থেকে ঢাকায় আসবেন প্রণয়।
যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশনার গাইত্রী ইসার কুমার ৩০ জুন চাকরি থেকে অবসর নিয়েছেন। ভিয়েতনামে প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সন্দীপ আর্য।
+ There are no comments
Add yours