শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে নানা পরিকল্পনা

Estimated read time 1 min read
Ad1

করোনা কালে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি হয়েছে, তার ক্ষতি পুষিয়ে নিতে নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মণি।

প্রধানমন্ত্রী ঘোষিত দিনবদলের সনদ ও চতুর্থ শিল্পবিপ্লব বাস্তবায়নে তরুণ সমাজের ভূমিকা অনস্বীকার্য। তাদের হাত ধরেই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ আরও গতিশীল হবে।

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে চাঁদপুর পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের ফ্যামিলি ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষার্থীদের কোথায় কি শিখন-ঘাটতি হয়েছে তা নিয়ে গবেষণায় যে ফলাফল পাওয়া গেছে, সে বিষয়ে বিশেষজ্ঞ দল ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে যারা জড়িত, তাদের সবার সমন্বয়ে পরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, যে শিক্ষার্থীদের শিখন-ঘাটতি হয়েছে, দেশের প্রতিটি প্রতিষ্ঠানে কীভাবে তাদের এই ঘাটতি পূরণ করব, কোথায় আমরা রেমিডিয়াল ক্লাস করব, কোথায় আমরা অ্যাসাইনমেন্টের মাধ্যমে দেব, এ বিষয়ে সব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক আছে, সেটি সপ্তাহখানেকের মধ্যে হবে। বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়ে বাস্তবায়ন শুরু হয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, পুনাক সভানেত্রী ডা. আফসানা শর্মি প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours