মূল্যস্ফীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই জানিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, আশঙ্কাবাদীরা বিভিন্ন ধরনের কথা বলছেন মন্তব্য করে। তাদের কথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি নিভৃত থাকতেন, তাহলে পদ্মা সেতু বাস্তবায়িত হতো না।
শুক্রবার (২৯ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা পুলিশের ফ্যামিলি ডে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ মূল্যস্ফীতি আমাদের কোনো কারণে নয়। এটা বৈশ্বিক। আমাদের পাঁচ মাসের আমদানির সামর্থ্য রয়েছে জানিয়ে তিনি বলেন, যেখানে তিন মাসের মাসের সামর্থ্য থাকলেই যথেষ্ট। খাদ্য আমদানি শুরু করলে আমরা ৮ থেকে ৯ মাস সেটা বহন করতে পারব। কাজেই এটিকে সংকট বলা যায় না। বিশ্ব পরিস্থিতির কারণে আমরা সতর্ক রয়েছি। বিদেশ থেকে সাহায্য-সহযোগিতা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা অতীতেও নিয়েছি, এখনো নেব।
তিনি বলেন, রয়টার্সের একটি প্রতিবেদনে বিশ্বের বেশ কয়েকটি দেশের অর্থনৈতিক সংকটে কথা উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বাংলাদেশের নাম নেই। বলা হয়েছে, বাংলাদেশের মূল্যস্ফীতি স্থিতিশীল রয়েছে। কাজেই বিদেশের মূল্যায়ন ও আমাদের নিজস্ব মূল্যায়নে আমরা মনে করি আমরা দিন দিন এগিয়ে যাচ্ছি। এ বিষয়ে আশঙ্কাবাদীরা আশঙ্কা প্রকাশ করবেই। তাতে আমরা চিন্তিত নই।
এ সময় চাঁদপুর পৌর মেয়র জিল্লুল রহমান জুয়েল, সোহেল মাহমুদ, আসিফ মহিউদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, পুলিশ নারী কল্যাণ সমিতি চাঁদপুরের সভাপতি ডা. আফসানা শর্মীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours