আসলাম উদ্দিনকে সভাপতি ও আশিকুর রহমান শুভকে সাধারণ সম্পাদক করে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন হয়েছে।
অভিযোগ উঠেছে, দুজনেই বিবাহিত ও গঠিত কমিটিতে স্থান পেয়েছে অছাত্র, মাদকসেবী ও বিতর্কিতরা। চলছে নানা সমালোচনা।
ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫-এর গ ধারায় আছে, বিবাহিত ব্যক্তি ছাত্রলীগের কমিটিতে স্থান পাবেন না। এরপরও মিরপুর উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটিতে স্থান পেয়েছেন বিবাহিতরা।
বৃহস্পতিবার (২৮ জুলাই) জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক ও সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১ বছর মেয়াদী মিরপুর উপজেলা ছাত্রলীগের ৬৮ সদস্যের আংশিক কমিটি ঘোষিত হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, নবগঠিত মিরপুর উপজেলা ছাত্রলীগের কমিটির সভাপতি আসলাম উদ্দিন ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান শুভ বিবাহিত। আসলামের স্ত্রীর নাম সাদিয়া খাতুন এবং শুভর স্ত্রীর নাম মাহফুজা আক্তার।
এ ছাড়া কুষ্টিয়া জেলা ছাত্রলীগের কমিটিতে সাতজনের ওপরে বিবাহিত নেতা-কর্মী রয়েছেন। কুমারখালী উপজেলা ছাত্রলীগের কমিটিতে বয়স বেশি, অছাত্ররা জায়গা পেয়েছেন।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন ছাত্রলীগ নেতা ও পদবঞ্চিত ছাত্রের অভিযোগ, বিবাহিত আসলাম উদ্দিনকে সভাপতি ও বিবাহিত আশিকুর রহমান শুভকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া অছাত্র, মাদকসেবী ও বিতর্কিতদেরও নাম এসেছে কমিটিতে। অবৈধভাবে সুবিধা নিয়ে বিতর্কিত ও অযোগ্যদের পদ দিয়েছেন অনিক-চ্যালেঞ্জ। এভাবে সংগঠন চলে না।
এ ছাড়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক ও সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ এর বিরুদ্ধে ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ জানিয়েছেন তারা।
+ There are no comments
Add yours