সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করার এক দিন পরই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে ঘাতক স্বামী।
শুক্রবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা পুলিশ। পুলিশের কৌশলি জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন তিনি। পরে তাকে আদালতে প্রেরণ করলে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেন আদালত।
শনিবার (২৮ জুলাই) ভোরবেলা শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামে মাসুমা বেগম (২০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আকিল হোসেনের (৩০) স্ত্রী।
এ সময় আকিল হোসেন জানান, রাতে সবার অগোচরে কোনো এক সময় নিজের ওড়না পেঁচিয়ে ফাঁস নেন তার স্ত্রী। সকাল ৭টার দিকে স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাথরুমে তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান মাসুমাকে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে নিহতের ভাই বাদী হয়ে শুক্রবার (২৯ জুলাই) শান্তিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। এর প্রায় ৩ ঘণ্টার মধ্যেই মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করে স্বামী আকিলকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেন তিনি। পরে আদালত তার জবানবন্দি গ্রহণ করে কারাগারে প্রেরণ করেন।
+ There are no comments
Add yours