চট্টগ্রামের পাহাড়তলী রেলস্টেশনের কাছে মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে পিন্টু দাশ নামে একজন নিহত হয়েছেন।
মিরসরাইয়ে ট্রেনটির ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হওয়ার পর ট্রেনটি চট্টগ্রামে ফেরার পথে কাটা পড়ে তিনি নিহত হন।
শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন।
আরও পড়ুন>>> ফেলা হয়নি ক্রসিং বার, ছিলেন না গেটম্যান
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনটি চট্টগ্রাম স্টেশনের দিকে যাচ্ছিল। পাহাড়তলী স্টেশনের কাছে পৌঁছলে পিন্টু ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মিরসরাইয়ে ট্রেন মাইক্রোবাস দুর্ঘটনার প্রায় তিন ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটে দুর্ঘটনাকবলিত ট্রেনটি লাইন থেকে সরিয়ে নেওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, শুক্রবার দুপুর দেড়টার দিকে মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকার রেলক্রসিংয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এতে ১১ জন নিহত হয়েছেন। আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
+ There are no comments
Add yours