বাংলাদেশে বিনিয়োগ করতে ইচ্ছুক মার্কিন প্রতিষ্ঠানসমূহকে সহায়তা দিতে দুটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনগুলোতে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা, ঝুঁকি ও বিনিয়োগ সংক্রান্ত প্রাথমিক তথ্য উল্লেখ রয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বাংলাদেশি ও আন্তর্জাতিক সূত্রগুলো থেকে তথ্য সংগ্রহ করে দুটি রিপোর্ট প্রস্তুতের ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা রেখেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের অর্থনৈতিক বিভাগ।
প্রতিবেদনগুলোতে বলা হয়, শুধু বাজার পরিস্থিতি নয়, সরকারগুলো কীভাবে আন্তর্জাতিক শ্রম মানদণ্ড অনুসরণ করে, দায়িত্বশীল ব্যবসায়িক কর্মকাণ্ডের সক্ষমতা গড়ে, দুর্নীতির বিরুদ্ধে লড়ে এবং জলবায়ু সংকটের প্রভাব মোকাবিলায় প্রশমন ও অভিযোজনের জন্য নীতিমালা বাস্তবায়ন করে তাও রয়েছে প্রতিবেদনগুলোতে। ২০২২ ইনভেস্টমেন্ট ক্লাইমেট প্রতিবেদনটি https://www.state.gov/investment-climate-statements/ এই ঠিকানা থেকে পাওয়া যাবে।
ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাসোসিয়েশনের প্রকাশ করা বাংলাদেশ কান্ট্রি কমার্শিয়াল গাইডে বলা হয়েছে, বাংলাদেশে ব্যবসা করতে গেলে একটি কোম্পানিকে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অবিরাম আগ্রহের নয়টি খাতে তাৎপর্যপূর্ণ সম্ভাবনাগুলোও ব্যাখ্যা করা হয়েছে। ২০২২ সালের বাংলাদেশ কান্ট্রি কমার্শিয়াল গাইড https://www.trade.gov/ccg-landing-page এই ঠিকানা থেকে পাওয়া যাবে
+ There are no comments
Add yours