
বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন কানাডা প্রবাসী যুবক অপু সুলতান।শুক্রবার (২৯ জুলাই) দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিয়ে করতে আসেন ওই যুবক। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে বাড়িতে ফেরেন।
অপু সুলতান মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটের হায়দার মিয়ার ছেলে এবং কনে কোটালীপাড়া উপজেলার ব্যবসায়ী সুমন হোসেন বাচ্চুর মেয়ে জিনিয়া হোসেন জেরিন।
অপু সুলতান বলেন, আমার বাবার স্বপ্ন ছিল, আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই। এ জন্য হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা। দিনটা আমাদের বর-কনে দুজনের জন্যই স্মরণীয় হয়ে থাকল। আমাদের জন্য দোয়া করবেন।
কনের বাবা বলেন, আগে থেকেই ইচ্ছা ছিল এমন একটা ছেলে পেলে খুব ধুমধাম করে জেরিনের বিয়ের অনুষ্ঠান করব। আল্লাহ সেই ইচ্ছা পূরণ করেছেন। সবাই ওদের জন্য দোয়া করবেন।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours