সুমন পল্লব
হাটহাজারী
জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ইন্সিটিটিউশন অব ফরেস্টার্স বাংলদেশে (আই এফবি)আয়োজনে ইন্সিটিটউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েসেন্স,চবি ও চট্টগ্রাম উত্তর জেলা বন বিভাগ এর সহযোগিতায় বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়।
বৃহস্পতিবার( ১৭সেপ্টেম্বর) সকালে চবি ক্যাম্পাসে এই বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ধোধণ করেন ড:শিরিন আখতার, উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এতে আরো উপস্থিত ছিলেন,বখতিয়ার নুর সিদ্দিকি,বিভাগীয় কর্মকর্তা,চট্টগ্রাম উত্তর অঞ্চল, আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ, বন্য প্রানী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ,এ জে এস হাসানুর রহমান,সহকারী বন সংররক্ষক চট্টগ্রাম উত্তর বনাঞ্চল, সৌমেন বড়ুয়া, কর্মকর্তা, হাটহাজারী বন বিভাগ ও বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এই সময় সোনালু,বকুল,মহুয়,আমলকী,সিভিট সহ ২২প্রজাতীর বৃক্ষ রোপন করা হয়।
+ There are no comments
Add yours