চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি ‘রাজ-পরী’র ঘরে এসেছে নবজাতক চারটি শাবক। চারটি শাবকের রঙই সাদা। রোববার (৩১ জুলাই ) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ।
কিউরেটর বলেন, শনিবার বাঘিনী পরীর ঘরে জন্ম নেয় চারটি বাঘ শাবক। চারটিই সুস্থ আছে। প্রতি ১০ হাজারের মধ্যে এমন একটিমাত্র বাঘ জন্ম নেই। চট্টগ্রাম চিড়িয়াখানাতে জন্ম নিয়েছে ৪টি। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৬টিতে।
ডা. শাহাদাত হোসেন শুভ আরও বলেন, রাজ-পরী দম্পতির চারটি শাবকই মায়ের দুধ পাচ্ছে। চট্টগ্রাম চিড়িয়াখানার জন্য এটি ভালো খবর।
২০২১ সালের ৬ মে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি রাজ-পরীর ঘরে এসেছিল নতুন তিন শাবক। এই বাঘ দম্পতির ঘরেই বাংলাদেশে প্রথমবারের মতো সাদা বাঘ শুভ্রা জন্ম নেয়।
+ There are no comments
Add yours