মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতে দেশীয় প্রতিষ্ঠানগুলো নেতৃত্ব দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেছেন, প্রতিষ্ঠানটি শুধুমাত্র চ্যালেঞ্জিং কোম্পানি হিসেবে নয়, বিশ্বের দ্রুত বর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসেবে পরিণত হয়েছে।
সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরে ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে’ বাংলাদেশ টেকনোসিটি ও ফেলিসিটি আইডিসি লিমিটেডের উদ্বোধন পরবর্তী আলোচনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, যেখানে পার্শ্ববর্তী দেশগুলোতে হাইটেক পার্ক নির্মাণে ৩০ থেকে ৪০ বছর সময় লেগেছে, ওই তুলনায় বাংলাদেশের হাইটেক সিটি মাত্র ১৩ বছরেই নির্মিত হয়েছে, যা আমাদের দেশের জন্য বড় অর্জন।
পলক বলেন, ‘নগদ আজকে লিডিং এবং চ্যালেঞ্জিং একটা কোম্পানি হিসেবে ফাস্টেট গ্রোইং ফিনটেক কোম্পানি হয়েছে। একইভাবে মোবাইল নেটওয়ার্ক অপারেটরও কিন্তু বাংলাদেশি হতে পারত।’
নিজস্ব ব্রান্ডের ঘাটতি নিয়ে প্রতিমন্ত্রী পলক বলেন, ‘জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সারের মতো বিশ্ব বিখ্যাত সব ব্র্যান্ডের পোশাক বাংলাদেশে বানানো হচ্ছে। কিন্তু তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় অবস্থানে থাকলেও আমাদের নিজস্ব কোনো ব্র্যান্ড প্রতিষ্ঠিত হয়নি। এছাড়া বাংলাদেশের ব্যাংকিং খাতের বিশাল চাহিদা দেশীয় ব্যাংকগুলো মেটাচ্ছে, কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে আমরা ৩০ থেকে ৪০ বিলিয়ন রপ্তানি আয় করলেও, আমাদের নিজস্ব কোনো ব্র্যান্ড এখনো প্রতিষ্ঠিত হয়ে ওঠেনি।’
অনুষ্ঠানে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, ফাইবার অ্যাট হোমের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক ও মহাসচিব নাজমুল করিম ভূঁঞাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours