খবর ডেস্ক:
করোনা মুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা। কোভিড-১৯ নমুনা পরীক্ষায় প্রথম দুই দফা রিপোর্ট পজিটিভ এলেও তৃতীয় দফার পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে তার। শনিবার (১১ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা।
গত ২১ জুন কোভিট ১৯ পজিটিভ হওয়ার বিষয়টি ফেসবুকের মাধ্যমে নড়াইল এক্সপ্রেস নিজেই জানিয়েছিলেন। এ সময়ন তিনি দেশবাসীর কাছে দোয়াও চেয়েছিলেন। এরপর মাশরাফির ছোট ভাই ও স্ত্রীর করোনা আক্রান্তের বিষয়টি সামনে আসে।
মাশরাফির ছোট ভাই জানান তারা সবাই ঢাকার বাসাতেই চিকিৎসা নিচ্ছেন এবং সবার অবস্থা স্থিতিশীল হলেও দুই ছেলে-মেয়ে হুমায়রা ও সাহেলকে গত ২১ জুন রাতেই পাঠিয়ে দেয়া হয় নড়াইলে দাদা বাড়ি।
মাশরাফির করোনা আক্রান্তের সংবাদ যখন সামনে এসেছিল নড়াইলবাসীসহ দেশের নানা প্রান্তে থাকা ক্রিকেটপ্রেমীরা তার জন্য চিন্তিত ছিলেন এবার পজিটিভ হওয়ার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ম্যাশের ভক্তরা।
কে বি / সুজন
+ There are no comments
Add yours