জিম্বাবুয়ে সফরে নুরুল হাসান সোহানকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হলেও তিন ম্যাচের সিরিজটি শেষ করতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।রোববার দ্বিতীয় ম্যাচ চলাকালীন বাঁ-তর্জনীতে চোট পান। তাতেই ছিটকে যান অন্তত ৩ সপ্তাহের জন্য।
সোহানের পরিবর্তে শেষ ম্যাচে মোসাদ্দেক হোসেন সৈকতকে অধিনায়ক করা হয়েছে। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেই এই অলরাউন্ডারের।
আগামী মঙ্গলবার হারারেতে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের নবম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে টস করতে নামবেন ঘরোয়া ক্রিকেটে দীর্ঘসময় ধরে নেতৃত্ব পালন করে আসা মোসাদ্দেক।
বিষয়টি আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে খবরটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুধু জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সোহান ছিটকে যাওয়ায় বিশ্রামের নামে দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহকে আবার ফেরানো হয়েছে শেষ ম্যাচের জন্য। তবে এ ম্যাচে অধিনায়কত্বে থাকছেন না তিনি।
+ There are no comments
Add yours