এক সপ্তাহের জন্য ওসমানী হাসপাতালের আন্দোলন স্থগিত

Estimated read time 1 min read
Ad1

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীকে বহিরাগত কর্তৃক মারধরের ঘটনায় শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের চলমান আন্দোলন আগামী এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার রুমে অনুষ্ঠিত সভা শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা।

হামলার ঘটনার প্রধান আসামি দিব্যকে পুলিশ রাতে গ্রেপ্তার করেছে। এর পরিপ্রেক্ষিতে আজ বৈঠক হয়। এ সময় ভিসি, পরিচালকসহ সকলেই কর্মসূচি প্রত্যাহার করার দাবি জানালে চলমান আন্দোলন স্থগিত করা হয়। মামলার প্রধান আসামি গ্রেপ্তার হলেও আরও কিছু আসামি গ্রেপ্তার না হওয়ায় আগামী এক সপ্তাহ সময় বেধে দিয়ে চলমান আন্দোলন স্থগিত করা হয়।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য শিক্ষার ডিজি অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, ভিসি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ, সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদকসহ অন‍্যান‍্য প্রতিনিধি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours