যুবদলের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলা

Estimated read time 1 min read
Ad1

বরগুনার পাথরঘাটায় যুবদলের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে যুবদলের ৬ নেতা-কর্মী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

চলমান লোডশেডিং, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি, তারেক রহমান, বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি, ভোলায় যুবদলের দুই নেতাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে বরগুনার পাথরঘাটা উপজেলা যুবদল। মিছিল চলাকালীন যুবদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালায় উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। পরে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়।

এ ঘটনায় আহতরা হলেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল পহলান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর মেছাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গিয়াস উদ্দিন ও পৌর যুবদলের নেতা বাইজিদ বোস্তামি।

পাথরঘাটা থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, আমাদের পুলিশ টহল দিয়েছে এবং দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours