লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. হোসেন আহমেদ (৫৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আহত হয়েছেন আরও ৪ জন।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের উত্তর রমাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হোসেন উত্তর রমাপুর গ্রামের মৃত আলী আহমেদের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় আহতরা হলেন আমির হোসেন (৫০), নাজমুল ইসলাম (১৫), তার ছেলে আকরাম হোসেন (১৯) ও মনির আহমেদের ছেলে কামরুল হোসেন।
খবর পেয়ে সদর হাসপাতালে আহতদের দেখতে আসেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামান।
উত্তর রমাপুর গ্রামের আব্দুস সাত্তার মাস্টারের পরিবার ও ইউনুস মাস্টারের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। আজ সকালে ইউনুসের ছেলে সাইফুর রহমান দুলাল, সাইদুর রহমান মিলন ও লিটন ভাড়াটে লোকজন নিয়ে সাত্তার মাস্টারের জমিতে ঘর নির্মাণ করতে যায়। এতে বাধা দিলে তারা সাত্তার মাস্টারের মেয়ে জামাই হোসেন আহমেদসহ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
নিহতের স্বজন আবদুল বাকের বলেন, ইউনুসের ছেলেরা পরিকল্পিতভাবে হামলা করেছে। আমার ভায়রা ভাইকে তারা কুপিয়ে হত্যা করেছে। আহতদের অবস্থা খুবই খারাপ।
সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শামিম মোহাম্মদ আফজাল বলেন, নিহত ব্যক্তির গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। আহতদের হাত-পা, মাথা ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদেরকে এখানে রেখে চিকিৎসা দেওয়া সম্ভব নয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) জহিরুল আলম বলেন, হামলার ঘটনায় একজন মারা গেছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
+ There are no comments
Add yours