গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৮৭ দশমিক ৫০ নম্বর পেয়ে প্রথম হয়েছেন দুইজন। তারা হলেন, সুমাইয়া রহমান ও সুমাইয়া বিনতে মাসুদ।
সুমাইয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এবং সুমাইয়া বিনতে মাসুদ খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেন।
আরও পড়ুন>>> গুচ্ছের ‘ক’ ইউনিটের ফল প্রকাশ, ৫৫.৬৩ শতাংশ পাস
বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেল ৪টায় গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (gstadmission.ac.bd) গুচ্ছের ‘ক’ ইউনিটের ফল প্রকাশিত হয়। এবারের পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৬৩ শতাংশ।
এবার ‘ক’ ইউনিটে মোট আবেদন পড়েছিল ১ লাখ ৬১ হাজার ৭৬৭টি। পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১ লাখ ৫৩ হাজার ৮৪৪ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ৬৩ শতাংশ।
পরীক্ষায় ৮০ নম্বরের ওপরে পেয়েছেন ৫০ জন। ৭০ নম্বরের ওপরে পেয়েছেন ১ হাজার ৬২১ জন ও ৬০ নম্বরের ওপরে পেয়েছেন ১০ হাজার ৩৪৬ জন।
+ There are no comments
Add yours