টাঙ্গাইলে চলন্ত বাসে ধর্ষণ ও ডাকাতির মামলায় গ্রেপ্তার ডাকাত দলের সদস্য রাজা মিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বাদল কুমার চন্দ এই রিমান্ড মুঞ্জুর করেন।
রাজা মিয়া টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামের হারুনুর রশিদের ছেলে এবং ঢাকা-টাঙ্গাইল রুটের বাস সার্ভিস ঝটিকা পরিবহনের একজন চালক।
এর আগে সকালে তথ্য প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা পুলিশের একটি দল টাঙ্গাইল শহরের দেওলা এলাকার একটি ভাড়া বাসা থেকে রাজাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে বাসের যাত্রীদের কাছ থেকে লুট করা ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মধুপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন সাত দিনের রিমান্ড আবেদন করে আসামিকে কোর্টে প্রেরণ করেছিলেন।
টাঙ্গাইল কোর্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।
+ There are no comments
Add yours