ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক যুবকের কাছ থেকে ছিনতাই করা মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা-পয়সা ফেরত দিয়েছেন সূর্য সেন হল ছাত্রলীগের সেই দুই কর্মী।
অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী তুষার ও ভাষাবিজ্ঞান বিভাগের শামীমুল ইসলাম।
বুধবার ছিনতাইয়ের ঘটনায় শাহবাগ থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী যুবক প্রজিত দাস (২৮)। তারা এ কাজ করবেন না মর্মে ক্ষমা চেয়েছেন। তুষারের বাবা-মা ফোন করে কান্নাকাটি করেছেন। তিনি (তুষার) সুইসাইড করার হুমকিও দিয়েছিলেন। ছিনতাই হওয়া মোবাইল ও টাকা ফেরত দেওয়ায় মানবিক দিক বিবেচনা করে আমি আপস করেছি।
লিখিত আপসনামায় উল্লেখ করা হয়, আমি প্রজিত দাশ বুধবার থানায় তুষার ও শামীমুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করি। তারা নগদ ১৭ হাজার টাকা ও মোবাইল ফোন ফেরত দেওয়ায় আমার আর কোনো অভিযোগ নেই।
অভিযুক্ত তুষার বলেন, আমার কাছে দুটি অপশন ছিল মামলা কাঁধে নিয়ে ঘোরা, আর না হয় আপস করা। তাই আমি আপস করেছি। কিন্তু ছিনতাইয়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
আপসনামার কথা জানেন না শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার। ঢাকা পোস্টকে তিনি বলেন, বাদীর মোবাইল ফোন বন্ধ। তাই তার সঙ্গে এখনো কথা বলতে পারিনি। আপসনামার বিষয়টা আমি জানি না। তারা আমাদের কাছে এখনো আসেননি। হয়ত নিজেরা নিজেরা আপস করেছেন।
+ There are no comments
Add yours