জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাহিদ হকের পদত্যাগসহ সাত দফা দাবিতে হলের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন হলটির আবাসিক ছাত্রীরা।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় হলের ক্যান্টিনে তালা ঝুলিয়ে হলের সামনে অবস্থান নেন তারা। ছাত্রীরা হলের সামনে সাড়ে তিন ঘণ্টা ধরে অবস্থান নিলেও প্রাধ্যক্ষ আসেননি।
তাদের অন্যান্য দাবিগুলো হলো, চলমান ক্যান্টিন বন্ধ করে নতুন ক্যান্টিন চালু করা, ডাইনিংয়ের খাবারের মান বাড়ানো, নতুন নতুন নিয়মের নামে ছাত্রীদের হয়রানি বন্ধ করা, হল সংস্কারের নামে দীর্ঘসূত্রিতার দ্রুত অবসান ও সংস্কার কার্যক্রমের যথাযথ পর্যবেক্ষণের ব্যবস্থা করা, হল পূর্ণরূপে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করা ও রিডিং রুম নির্মাণ করা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় রাত সাড়ে ৯টার দিকে প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করেন।
এ ব্যাপারে প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী বলেন, যাতে শিক্ষার্থীদের কল্যাণ হয়; তেমন সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করি, শিক্ষার্থীরাও তাদের ভালোটাই বুঝবে।
+ There are no comments
Add yours