আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন এর এম্বুল্যান্স প্রকল্পে ৫০ হাজার টাকা অর্থ সহায়তা আল্লামা হেলালীর
ডেস্ক নিউজ
আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ’র অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা প্রকল্পে ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ’র অন্যতম ট্রাস্টি ও হাক্কানী আঞ্জুমান মোজাদ্দেদীয়া হেলালীয়া দরবার শরীফের পীরে কামিল আল্লামা মোশারফ হোসেন হেলালী। শনিবার সকালে আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ’র অন্যতম ট্রাস্টি ও হাক্কানী আঞ্জুমান মোজাদ্দেদীয়া হেলালীয়া দরবার শরীফের পীরে কামিল আল্লামা মোশারফ হোসেন হেলালী বৈশিক মহামারী করোনায় বিপর্যস্ত মানবতার সেবায় তাঁর ব্যক্তিগত তহবিল হতে পরম শ্রদ্ধাভাজন শায়খ, পীরে কামেল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আবিদী (মাঃ জিঃ আঃ)-র পক্ষে ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় অন্যান্যের মাঝে একেএমবি ট্রাস্ট এর চেয়ারম্যান ও অন্যতম ট্রাস্টি আল্লামা কাজী জসিম উদ্দিন ও একেএমবি অ্যাম্বুলেন্স প্রকল্পের সমন্বয়ক ও ট্রাস্টি স. ম হামেদ হোসাইন এই অনুদান গ্রহণ পূর্বক আল্লামা মোশারফ হোসেন হেলালীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অর্থ সহায়তা গ্রহণকালে ট্রাস্টিগণ বিশেষ দোয়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া ও তাঁর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার দরবারে দুরুদ সালাম আদায় করেন। দোয়াকালে আল্লামা মোশারফ হোসেন হেলালী’র পরিবার পরিজন ও মুরীদান মুহিব্বীনদের দীর্ঘ ও সুস্থ জীবনসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করা হয়।
+ There are no comments
Add yours