
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের সৈয়দ বাড়ীর মরহুম আহমুদুল হক এর সহধর্মী খবর বাংলা ফটিকছড়ির প্রতিনিধি ছৈয়দ মুহাম্মদ নুরুল আবছার নূরীর বড় মা ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ সৈয়দুল আলম কোরাইশীর আম্মা ছৈয়দা শামসুন নাহার আজ বেলা ১টা ৩০মিনিটের সময় ইন্তকাল করেছেন।
রাত ৯টা ৪৫মিনিটের সময় সৈয়দ বাড়ী জামে মসজিদ ময়দানে জানাজার পর পারিবারিক করস্হানে দাফন করা হয়।
মৃত্যু কালে তারঁ বয়স হয়েছিল ৯০বছর। তিনি ৫ সন্তান নাতনাতনী ও অসংখ্য গুনগাহী রেখে যান।
+ There are no comments
Add yours