
বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে অপর ট্রাকের ধাক্কায় বঙ্গবন্ধু রেলসেতুর প্রকৌশলী আব্দুল মঈন (৩৫) নিহত হয়েছেন।
শনিবার (০৬ আগস্ট) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
শাহ আব্দুল মঈন নরসিংদীর পলাশ উপজেলার চর সিন্দুর এলাকার শাহ মোমেনের ছেলে। তিনি নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর সাইট চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মরদেহ থানায় রাখা হয়েছে। তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
+ There are no comments
Add yours