সরকার জ্বালানি তেল পাচার রোধে তেলের মূল্য বৃদ্ধি করেছে জানিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের তেলের দামের ব্যবধান থাকায় দেশ থেকে তেল পাচার হয়। মূল্যবৃদ্ধিতে পাচার রোধ করা সম্ভব।
আজ শনিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, দীর্ঘদিন ধরে অনেক বেশি টাকায় তেল কিনতে হচ্ছে। এতে সরকারের অনেক লোকসান দিতে হয়। সরকার প্রতিবছর জ্বালানি তেলে ভর্তুকি দেয়। ভর্তুকি কমানোর জন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, শুধু বাংলাদেশই নয়, বিশ্বের সব জায়গায় তেলের দাম বেড়েছে। দেশে প্রতি লিটারে ৩৫-৪৫ টাকা বৃদ্ধি পাওয়ায় যানবাহন চালানো কঠিন হয়ে পড়বে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলে ভাড়াও বৃদ্ধি পায়। ভাড়া সহনশীল রাখতে কাজ করছে সরকার।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান, মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন, সিভিল সার্জন মুনীর আহম্মদ খান, সদর উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন প্রমুখ।
+ There are no comments
Add yours