মুজিবুল্লাহ আহাদ, রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের চৌধুরী ঘোনা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন ও বালি তোলার পাইপসহ সরঞ্জামাদি ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার কোদালা ইউনিয়নের চৌধুরী ঘোনা এলাকায় নদীর তীরবর্তীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি বালু খেকো চক্র। বালু উত্তোলন ও ট্রাকে পরিবহনের ফলে প্রাকৃতিক পরিবেশ নষ্টের পাশাপাশি এলাকার সড়কগুলো নষ্ট হচ্ছে।
এমন গোপন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন ও বালি তোলার পাইপসহ সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়। তবে এ ঘটনায় ড্রেজার মেশিন মালিকসহ কাউকে পাওয়া যায়নি। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম এই অভিযান চালিয়েছেন। অভিযানে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ‘বালু উত্তোলনের ফলে নদী ভাঙনসহ পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছিল। বালুমহাল আইনে বালু উত্তোলনকারীদের ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।
+ There are no comments
Add yours