চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় এলাকায় অভিযান চালিয়ে দুটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ আগস্ট) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দগাঁও সার্কেলের এসিল্যান্ড মো. মাসুদ রানার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে ৮টি ফিলিং স্টেশনের তেলের পাম্প পরীক্ষা করা হয়। এর মধ্যে আমিন জুট মিল ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার ডিজেলে ৩৮০ মি.লি. ও অকটেনের প্রতি ১০ লিটারে ৪৪০ মি.লি. কম পাওয়া যায়।
এই কারণে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে হাজি এ ওয়াজেদ অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ১৭০ মি.লি. কম পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
জেলা প্রশাসকের নির্দেশে জনভোগান্তি রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অভিযানে বিএসটিআই ও সিএমপি সহায়তা করে।
+ There are no comments
Add yours