নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ বানিয়ে বিক্ষোভ সমাবেশ করছে যুবদল। ফলে ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়কের একপাশে যানচলাচল বন্ধ রয়েছে। আশপাশের সড়কে যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
সোমবার (৮ আগস্ট) বিকেল ৩টা থেকে শুরু হয়েছে যুবদলের এই কর্মসূচি।
ভোলায় পুলিশ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলা সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের মৃত্যুর প্রতিবাদে পূর্ব ঘোষিত ৩ দিনের কর্মসূচির শেষ দিনে আজ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে যুবদল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।
সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের বসার সুবিধার্থে সড়কে কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে। অনেক নেতাকর্মী আবার গরম থেকে বাচঁতে সমাবেশস্থলের আশপাশের ভবনের নিচেও অবস্থান নেয়।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্তক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।
+ There are no comments
Add yours