নুরুল আবছার নূরী:
ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিস কর্তৃক যৌথ আয়েজনে বঙ্গবন্ধুর সহধর্মী বঙ্গমাতা শহীদ বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (০৮ আগস্ট) বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলায়তনে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সব্বির রহমান সভাপতিত্বে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ মুহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)দেওয়ান শামসু উদ্দিন। স্বাগতিক বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ ছফি উল্লাহ।
মাষ্টার মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুহাম্মদ আব্দুল মতিন,মৎস কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান, খাদ্য কর্মকর্তা শ্যামল চাকমা,তথ্য আপা মনোয়ারা বেগমসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ।
বক্তরা বলেন, বঙ্গমাতা একজন গৃহীনী নয় তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক সহকর্মী। আজকের প্রতিপাধ্যা মহিয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা এই আলোকে দুস্তমহীলাদেরকে নিজ নিজ কাজে স্বাবলম্বী হতে আত্মনির্ভরশীল হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে।
পরিশেষে এই মহীয়সী বঙ্গমাতার আত্নার মাগফেরাত কামনা প্রধানমন্রীর সুস্বাস্থ্য কামনা করে দোয়া মুনাজাত করা হয়।
+ There are no comments
Add yours