গত চার বছরে ময়মনসিংহ ও শেরপুরের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় পৌনে এক কোটি টাকার মাদকদ্রব্য আটক করে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন।
সোমবার (৮ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে সেসব মাদক ধ্বংস করা হয়েছে। বিজিবি ময়মনসিংহের মাল্টিপারপাস সেড সংলগ্ন মাঠে জব্দকৃত মাদক ধ্বংস করা হয়।
৪ হাজার ৬০৫ বোতল বিদেশি মদ, সাড়ে ১৭ কেজি ভারতীয় গাঁজা, ১ হাজার ১২২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩ হাজার ১৩০ পিস ইয়াবা ধ্বংস করা হয়েছে।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের সেক্টর সদর দপ্তরের কমান্ডার কর্নেল মো. মাহমুদুর রহমান। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমরা এই কার্যক্রম করেছি। এই ধারা অব্যহত থাকবে। যেকোনো মূল্যে আমরা দেশকে মাদকমুক্ত রাখতে বদ্ধপরিকর।
+ There are no comments
Add yours