দৃষ্টি প্রতিবন্ধীর পাশে শিল্পোদ্যোক্তা বিপ্লব

Estimated read time 0 min read
নুরুল আবছার নূরী:
Ad1

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার সর্ব উত্তরের ইউনিয়ন বাগানবাজার। এ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী মিজানুর রহমান। এত দিন ভিক্ষাবৃত্তি করে জীবন চলত।

পরিবারের সাথে কথা বলে জানা গেছে মিজানের পাঁচ বছর বয়সে ডায়রিয়া হয়। এরপর ধীরে ধীরে তার চোখ দুটি নষ্ট হয়ে যায়। অভাবের সংসারে ছেলে মিজানের সুচিকিৎসা করাতে পারেননি দরিদ্র পিতা।

দৃষ্টিহীন চোখ নিয়ে বড় হতে থাকে মিজান । শেষ পর্যন্ত সংসারের ঘানি টানতে বেচে নেয় ভিক্ষাবৃত্তি। সম্প্রতি মিজান নিত্য দিনের মতো ভিক্ষা করতে স্থানীয় বাজারে গেলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। নিজ এলাকার এমন ঘটনা নজরে আসে ফটিকছড়ির বাসিন্দা তরুণ শিল্প উদ্যোক্তা মেহেদী হাসান বিপ্লবের।

বিস্তারিত জানার পর এ নিয়ে মিজানের সাথে কথা বলেন তিনি। পরে দৃষ্টি প্রতিবন্ধী মিজানকে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার প্রস্তাব দিলে মিজান খুশী মনে তা গ্রহন করেন।

এদিকে,বিপ্লবের আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠিত দোকনটির নাম রাখা হয় স্বনির্ভর স্টোর। ৭ আগস্ট বিকেলে বাগানবাজার ইউনিয়নের নতুন বাজারে গিয়ে ব্যাতিক্রমধর্মী এ দোকানের শুভ উদ্বোধন করেন তরুণ শিল্প উদ্যোক্তা মেহেদী হাসান বিপ্লব।

 এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুর রশিদ সরকার, ইউপি সদস্য, সাংবাদিক কামাল উদ্দিনসহ অনেকে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours